জুলাই অভ্যুত্থান: বিএনপির বিজয় র্যালিতে লুৎফুজ্জামান বাবর


৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি (ঢাকা বিভাগের জেলা সমূহ) আয়োজিত বিজয় র্যালীতে অংশ নিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বুধবার ৫ আগস্ট বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র্যালিতে অংশগ্রহণ করেন তিনি। দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের এসময় তাদের প্রিয় নেতাকে (বাবর) কাছে পেয়ে কুশল বিনিময় ও ছবি তোলার জন্য ছুটে আসতে দেখা গেছে।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র্যালি কেবল একটি রাজনৈতিক আয়োজন ছিলো না, ছিলো একটি প্রতিরোধের প্রতীক, ইতিহাসকে ফিরে দেখা এবং ভবিষ্যতের সংকল্প ঘোষণা। নয়াপল্টন থেকে শুরু করে শাহবাগ- কাঁধে ব্যানার, হাতে পতাকা, চোখে আগামীর স্বপ্ন। ঢাকা মহানগর, আশপাশের জেলাসহ বিভাগের নেতাকর্মীরা এসেছেন র্যালিতে, একই স্লোগানে, এক বিশ্বাসে।
র্যালি পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ হয় নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে। যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির এই মিছিলকে কেবল অতীত স্মরণ নয়, বরং ভবিষ্যতের সিঁড়ি হিসেবে আখ্যায়িত করেন তিনি।
ভিওডি বাংলা/ এমপি