• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৬ আগস্ট ২০২৫, ১০:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

সাবেক নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাতে ধানমন্ডিতে তার বাসা মাহবুব ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই মিলাদ মাহফিলে লন্ডন থেকে মাহবুব আলী খানের ছোট মেয়ে জুবাইদা রহমান এবং তার স্বামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার মেয়ে জায়মা রহমান ভার্চুয়ালি অংশ নেন। ঢাকার ধানমন্ডির বাসা ‘মাহবুব ভবন’ প্রয়াত মাহবুব আলী খানের সহধর্মিনী ইকবাল মান্দ বানু এবং পরিবারের সদস্যরা ছিলেন।

বিএনপির সালাহ উদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, ইসমাইল জবিহউল্লাহ, আমান উল্লাহ আমান, জহির উদ্দিন স্বপন, ফজলে এলাহী আকবর, আতিকুর রহমান রুমন,আন্দালিব রহমান পার্থসহ, রাজনীতিবিদ, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলীসহ পেশাজীবী, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন মিলাদে।  

১৯৮৪ সালের ৬ আগস্ট মাহবুব আলী খান মারা যান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে নৌ বাহিনী প্রধান মাহবুব আলী খান পরে সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের পক্ষে তার বড় মেয়ে শাহিনা খান জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে বনানীতে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম ও বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর সব ঘাঁটিতে মাহবুব আলী খান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ ছাড়া ঢাকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কোরআন খতম, জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানা, বাউনিয়াবাদ জামিয়া কুরবানিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সনমান্দি খান বাড়ি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ ঢাকার জাতীয় মসজিদে বায়তুল মোকাররম মসজিদ, আজিমপুর দায়রা শরিফ জামে মসজিদ, ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদ, তাকওয়া জামে মসজিদ, ঈদগাহ জামে মসজিদসহ  হাইকোর্ট মাজার মসজিদসহ রাজধানীর বিভিন্ন মসজিদেও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। 

মাহবুব আলী খানের জন্মভূমি সিলেটে হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহপরান (রা.) দরগা মসজিদে খতমে কোরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়।

বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আসর এবং গাবতলী বাগবাড়ী জামে মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

ধানমন্ডিতে মাহবুব আলী খানের বাসভবন ‘মাহবুব ভবন’- এ তার সহধর্মিণী বেগম মাহবুব আলী খান প্রতিষ্ঠিত ছিন্নমূল শিশু-কিশোরদের প্রতিষ্ঠান ‘সুরভি’তে কাল বৃহস্পতিবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার