• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিজয় র‌্যালিতে ভোগান্তি, বিএনপির দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক    ৬ আগস্ট ২০২৫, ১১:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বুধবার (৬ আগস্ট) দেশব্যাপী বিজয় র‌্যালি করেছে বিএনপি। তবে তাদের কর্মসূচিতে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তির শিকার ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে দলটি। রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 এতে বলা হয়, গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়। গতকাল ৫ আগস্ট ছিল ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি। আজ ৬ আগস্ট ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির উদ্যোগে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়।
 
এই র‌্যালিতে অসংখ্য মানুষের সমাগম হয়। বিজয় র‌্যালি চলাকালে ঢাকাবাসীকে রাস্তায় যানযটে পড়ে দুর্ভোগ পোহাতে হয়। ঢাকাবাসীকে অনাকাঙ্খিত এ কষ্ট দেয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত