• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ কমছে, বাড়ছে বিল-বন্ডে ঝোঁক

নিজস্ব প্রতিবেদক    ৭ আগস্ট ২০২৫, ১১:০২ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশে মূল্যস্ফীতি বাড়ায় মানুষের সঞ্চয় সক্ষমতা কমে গেছে। পাশাপাশি সঞ্চয়পত্রের সুদহার নিয়ে বিভ্রান্তি, জটিল নিয়মকানুন এবং ব্যাংক ও সরকারি বিল-বন্ডে তুলনামূলক উচ্চ সুদের হার-এসব কারণে সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ ক্রমশ কমছে। এর বিপরীতে ট্রেজারি বিল ও বন্ডে ঝুঁকছে মানুষ।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, টানা তিন অর্থবছর ধরে সঞ্চয়পত্রের নিট বিক্রি হ্রাস পাচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে নিট বিক্রি কমেছে ৬ হাজার ৬৩ কোটি টাকা, ফলে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৪৯৯ কোটি টাকায়। আগের দুই অর্থবছরে নিট বিক্রি কমেছিল যথাক্রমে ২১ হাজার ১২৪ কোটি ও ৩ হাজার ২৯৬ কোটি টাকা।

একসময় বাজেট ঘাটতি পূরণে সঞ্চয়পত্র ছিল সরকারের নির্ভরযোগ্য উৎস। চলতি অর্থবছরের জন্য এই খাত থেকে ১২ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা আগের বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার (১৪ হাজার কোটি) চেয়েও কম।

বিশেষজ্ঞরা বলছেন, ২০১৯ সালে ‘জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ চালুর পর সঞ্চয়পত্র কেনার প্রক্রিয়া কঠিন হয়ে পড়ে। এক লাখ টাকার বেশি বিনিয়োগে বাধ্যতামূলক টিআইএন, একই নামে বড় অঙ্কে সঞ্চয় সীমাবদ্ধতা এবং জটিল সুদহার কাঠামো-এসব কারণে সাধারণ বিনিয়োগকারীরা আগ্রহ হারাচ্ছেন।

সুদহারেও নিয়মিত পরিবর্তন হচ্ছে। সর্বশেষ জুলাই মাসে সুদহার ৪৭ থেকে ৫৭ বেসিস পয়েন্ট পর্যন্ত কমানো হয়েছে। এখন সাড়ে ৭ লাখ টাকার বেশি ও কম বিনিয়োগে আলাদা সুদহার প্রযোজ্য, যা অনেকের কাছে জটিল মনে হচ্ছে।

ফলে বিনিয়োগকারীরা ঝুঁকছেন ট্রেজারি বিল ও বন্ড-এর দিকে। যেখানে ব্যাংক, প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ড এবং ব্যক্তিগত বিনিয়োগ বেড়েই চলেছে। ২০২৩ সালের জুন শেষে এই খাতে মোট বিনিয়োগ ছিল ২৩ হাজার ১১৫ কোটি টাকা, যা ২০২৫ সালের জুন শেষে বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ১৫৯ কোটি টাকায়-মাত্র দুই বছরে প্রায় পাঁচগুণ বৃদ্ধি।

বিশেষজ্ঞদের মতে, ট্রেজারি বিল-বন্ডে বর্তমানে ১২ শতাংশ পর্যন্ত সুদ মিলছে, যা করমুক্ত, নিরাপদ এবং সময়মতো মুনাফা পাওয়ার নিশ্চয়তা রয়েছে। এছাড়া সেকেন্ডারি বাজারে বিক্রির সুযোগ থাকায় এটি ব্যক্তি বিনিয়োগকারীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তি
বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তি
৫ ব্যাংকের একীভূত ইউনাইটেড ইসলামী ব্যাংক’-এর অফিসের অনুমোদন
৫ ব্যাংকের একীভূত ইউনাইটেড ইসলামী ব্যাংক’-এর অফিসের অনুমোদন
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব