ঢাবির ১৮টি হলে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি প্রকাশ করা হয়।
নতুন কমিটি পাওয়া হলগুলো হলো: মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হল, মাস্টারদা সূর্যসেন হল, বিজয় একাত্তর হল, শেখ মুজিবুর রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল, স্যার এ এফ রহমান হল, জগন্নাথ হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, রোকেয়া হল, শামসুন নাহার হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং কবি সুফিয়া কামাল হল।
কমিটিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো:
-
বিজয় একাত্তর হল: ৫৪ সদস্যের কমিটিতে আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সুলতান মো. সাদমান সিদ্দিক এবং সদস্য সচিব সাকিব বিশ্বাস।
-
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: ৫১ সদস্যের কমিটিতে আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিজভী আলম এবং সদস্য সচিব জোবায়ের হোসেন।
-
মাস্টারদা সূর্যসেন হল: ৪৭ সদস্যের কমিটিতে আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক লিয়ন মোল্যা এবং সদস্য সচিব আবিদুর রহমান মিশু।
-
হাজী মুহম্মদ মুহসীন হল: সর্বোচ্চ ৬১ সদস্যের কমিটিতে আহ্বায়ক আবু জার গিফারী ইফাত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তানভীর আহমেদ জিয়াম এবং সদস্য সচিব মনসুর আহমেদ রাফি।
নারী হলগুলোর মধ্যেও কমিটি গঠন করা হয়েছে। যেমন:
-
রোকেয়া হল: ৮ সদস্যের কমিটিতে আহ্বায়ক শ্রাবণী আক্তার, যুগ্ম-আহ্বায়ক শ্রাবন্তী হাসান বন্যা এবং সদস্য সচিব আনিকা বিনতে আশরাফ।
-
শামসুন নাহার হল: ৫ সদস্যের কমিটিতে আহ্বায়ক তায়েবা হাসান বিথী, যুগ্ম-আহ্বায়ক নিতু রানী সাহা এবং সদস্য সচিব রাবেয়া খানম জেরিন।
-
কবি সুফিয়া কামাল হল: ৭ সদস্যের কমিটিতে আহ্বায়ক তাওহিদা সুলতানা, যুগ্ম-আহ্বায়ক জাকিয়া সুলতানা আলো এবং সদস্য সচিব তাসনিয়া জান্নাত চৌধুরী।
এই ১৮টি হল কমিটিতে সর্বমোট ৫৯৩ জন শিক্ষার্থী পদ পেয়েছেন বলে জানিয়েছে ছাত্রদলের ঢাবি ইউনিট।
ভিওডি বাংলা/ আরিফ