• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে ব্যর্থ অন্তবর্তী সরকার: সাইফুল হক

   ৮ আগস্ট ২০২৫, ০৫:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে অন্তবর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে কাকরাইলে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হলেও শহীদের পরিবার ও আহতদের এখনো পুনর্বাসন করা হয়নি। এ সময় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা কয়েকজন উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না বলেও দাবি করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকার নির্বাচনের কথা বললেও ভোটের পরিবেশ অনিশ্চিত। ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মানুষ নিরাপদে ভোট দিতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী