নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টার অ্যাপ চালুর নির্দেশ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেন তিনি।
রোববার (১০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়্যেব আহমেদ আসন্ন নির্বাচনের জন্য একটি আধুনিক ও নাগরিকবান্ধব ‘ইলেকশন অ্যাপ’ চালুর প্রস্তাব দেন।
এই অ্যাপে নির্বাচনী প্রার্থীদের প্রোফাইল, ভোটকেন্দ্র সংক্রান্ত তথ্য, এবং অভিযোগ দায়েরের জন্য ইন্টারেকটিভ ফিচারসহ প্রয়োজনীয় নানা তথ্য অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়।
প্রস্তাবনা শুনে প্রধান উপদেষ্টা অ্যাপটি দ্রুত চালুর নির্দেশ দেন এবং এর ব্যবহার যেন সর্বসাধারণের জন্য সহজ ও কার্যকর হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিকনির্দেশনা দেন।
ভিওডি বাংলা/জা