• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

শমী কায়সারকে জামিন দিলেন হাইকোর্ট

আদালত প্রতিবেদক    ১১ আগস্ট ২০২৫, ০৭:০৮ পি.এম.
অভিনেত্রী শমী কায়সার। সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় ই-ক্যাবের সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছে হাইকোর্ট।

সোমবার (১১ আগস্ট) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুলের শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে রাজধানীর উত্তরায় টঙ্গী সরকারি কলেজের অনার্স শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফকে হত্যাচেষ্টার মামলায় শমী কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকার সিএমএম আদালত। ২০২৪ সালের ৫ নভেম্বর রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ১২ মার্চ মামলায় জামিন পান শমী কায়সার। অধস্তন আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। গত বছরের ১০ ডিসেম্বর হাইকোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়। তবে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে ১২ ডিসেম্বর চেম্বার আদালত জামিন স্থগিত করে। পরে আপিল বিভাগ স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেয়।

নির্ধারিত সময়ের মধ্যে শুনানি শেষে হাইকোর্ট জামিন দিয়ে রুল নিষ্পত্তি করে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ১৪ আগস্ট ই-ক্যাব সভাপতির পদ ছাড়েন শমী কায়সার। নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেত্রী ছিলেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার ও লেখক-গবেষক পান্না কায়সারের মেয়ে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় যুক্ত হন এবং আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তিনি ই-ক্যাবের সভাপতি ও এফবিসিসিআই পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। চলতি বছর দ্বাদশ জাতীয় নির্বাচনে ফেনী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও পাননি।

ভিওডি বাংলা/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাসপোর্ট ফেরত পেলেন না মেঘনা আলম
পাসপোর্ট ফেরত পেলেন না মেঘনা আলম
৩০ আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
৩০ আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
সাবেক ডিসি সুলতানার জামিন চেম্বারেও বহাল
সাবেক ডিসি সুলতানার জামিন চেম্বারেও বহাল