• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাগর-রুনি হত্যা মামলা

তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক    ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে সশরীরে আদালতে হাজির হয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ নির্দেশ দেন। এর আগে সোমবার (১১ আগস্ট) মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের অতিরিক্ত এসপি মো. আজিজুল হক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হন।

আদালত আগামী ১৪ সেপ্টেম্বর তাকে সশরীরে হাজির হয়ে মামলার অগ্রগতির প্রতিবেদন দাখিল করতে বলেন।  

উল্লেখযোগ্য যে, এ পর্যন্ত মামলার প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১২০ বার পেছানো হয়েছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ঘটনার সময় বাসায় উপস্থিত ছিলেন তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ।

নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিদের মধ্যে কয়েকজন কারাগারে, তানভীর রহমান খান ও পলাশ রুদ্র পাল জামিনে রয়েছেন।

প্রথমে তদন্ত করে থানা পুলিশ, পরে ডিবি, এরপর র‌্যাব, এবং সর্বশেষ হাইকোর্টের নির্দেশে গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স বর্তমানে মামলার তদন্ত করছে।

গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট রায় দেন, ‍‘আশা করি এবার ন্যায়বিচার নিশ্চিত হবে এবং ছয় মাস মানে যেন ছয় মাসই হয়।’  আদালত পরবর্তী আদেশের জন্য ৬ এপ্রিল তারিখ নির্ধারণ করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় নির্বাচনে ১২ কোটির বেশি হতে পারে ভোটার সংখ্যা
জাতীয় নির্বাচনে ১২ কোটির বেশি হতে পারে ভোটার সংখ্যা
দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চান না ৮৯ শতাংশ মানুষ
দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চান না ৮৯ শতাংশ মানুষ
৯৩৫ কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে দুই জাহাজ
৯৩৫ কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে দুই জাহাজ