• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অস্ত্র দেখালেই গুলি, নির্দেশ সিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক    ১৪ আগস্ট ২০২৫, ১২:৪৯ পি.এম.
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ-ছবি সংগৃহীত

পুলিশের সামনে কেউ আগ্নেয়াস্ত্র বা ধারালো অস্ত্র বের করলে তাৎক্ষণিকভাবে মাথা, বুক বা পিঠ লক্ষ্য করে গুলি করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যদের এমন নির্দেশনা দেন তিনি।

বুধবার (১৩ আগস্ট) রাতে ওয়্যারলেস বার্তার মাধ্যমে এই নির্দেশনা দেন কমিশনার। বিষয়টি বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে নিশ্চিত করেন সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম।

এর আগে গত সোমবার (৭ আগস্ট) রাতে নগরীর বন্দর থানাধীন ঈশান মিস্ত্রি হাট এলাকায় আওয়ামী লীগের মিছিলে ধাওয়া দিতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ রানা। হামলায় তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান এবং বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কমিশনার কঠোর অবস্থান গ্রহণ করেন। ওয়্যারলেস বার্তায় তিনি বলেন, ‘বন্দরে আমার এসআই গুরুতর আহত হয়েছেন। আরেক ইঞ্চি এদিক-সেদিক হলে বড় দুর্ঘটনা ঘটে যেত। যে পরিস্থিতিতে তিনি পড়েছেন, কেউ যদি আবার এমন পরিস্থিতিতে পড়ে, তাহলে কোনো প্রজেক্টাইল লাশ ছাড়া ফিরে আসবে না।’

তিনি আরও বলেন, ‘পুলিশের কোনও মোবাইল, পেট্রোল, ডিবি বা চেকপোস্ট দল আগ্নেয়াস্ত্র ছাড়া মাঠে নামবে না। শুধু রাবার বুলেট দিয়ে কাজ হচ্ছে না। ২০২৪ সালের ৫ আগস্টের আগে পুলিশের যে অস্ত্র ব্যবহারের প্রাধিকার ছিল, সেই অনুযায়ী সব র‍্যাংকের পুলিশ সদস্যরা অস্ত্র ও তাজা বুলেটসহ ডিউটিতে যাবে।’

সিএমপি কমিশনার স্পষ্টভাবে নির্দেশ দেন- “কোনো টহল দল বা চেকপোস্টের সামনে কেউ অস্ত্র বের করলে তাৎক্ষণিকভাবে গুলি চালাতে হবে-মাথায়, বুকে বা পিঠে। এতে কোনো দ্বিধা নেই। দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারা অনুযায়ী পুলিশ আত্মরক্ষার অধিকার রাখে। অস্ত্র বের করার মুহূর্তেই গুলি করতে হবে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হামলার সময় এসআই রানার সঙ্গে থাকা দুই কনস্টেবল শটগান বহন করলেও তা ব্যবহার করেননি। এ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তারা জানান, গুলির ঘটনায় কারও মৃত্যু হলে জটিল আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হয় বলেই অনেক পুলিশ সদস্য অস্ত্র ব্যবহারে সংকোচ বোধ করেন।

তবে সিএমপি কমিশনারের এই নতুন নির্দেশনায় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আত্মরক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও পদক্ষেপ নিতে বলা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণার আগে আজই পদত্যাগ করতে পারেন ২ উপদেষ্টা
তফসিল ঘোষণার আগে আজই পদত্যাগ করতে পারেন ২ উপদেষ্টা
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, স্বাক্ষরিত এলওআই
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, স্বাক্ষরিত এলওআই
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার