• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৭২ ঘণ্টার মধ্যেই ডুবে যেতে পারে দেশের ২০ জেলা

নিজস্ব প্রতিবেদক    ১৪ আগস্ট ২০২৫, ০২:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ৫ থেকে ১০টি জেলা এবং ৭২ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।

পোস্টে তিনি বলেন, ‘পদ্মা নদী এবং এর শাখা ও উপনদীগুলোর তীরবর্তী জেলাগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বন্যার কবলে পড়তে পারে। ২০২৫ সালের বর্ষা মৌসুমে খুলনা ও বরিশাল বিভাগে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় সেসব এলাকার নদ-নদীর পানি ইতিমধ্যে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে।’

তিনি আরও জানান, বুধবার থেকে পদ্মার শাখা নদীগুলোতে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকেই রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জেলায় বন্যা দেখা দিতে পারে।

পোস্টে মোস্তফা কামাল পলাশ আরও বলেন, ‘আজ বৃহস্পতিবার থেকে আগামী ২৪ ঘণ্টায় পদ্মা অববাহিকার মধ্য দিয়ে প্রবাহিত রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের ৫ থেকে ১০টি জেলা এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।’

এছাড়াও, রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। ফলে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সবশেষে তিনি জানান, আগামী রোববার (১৭ আগস্ট) থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৫ থেকে ২০টি জেলা বন্যার পানিতে প্লাবিত হতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাইযোদ্ধাদের হঠাৎ কী হলো, প্রশ্ন রনির
জুলাইযোদ্ধাদের হঠাৎ কী হলো, প্রশ্ন রনির
লাইভে কান্নার প্রশ্নই আসে না : মাসুদ কামাল
লাইভে কান্নার প্রশ্নই আসে না : মাসুদ কামাল
এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে: মাহবুব কামাল
এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে: মাহবুব কামাল