• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন করলে সরকারে কেন? : রাশেদ খান

ভিওডি বাংলা ডেস্ক    ১৪ আগস্ট ২০২৫, ০৭:৩৩ পি.এম.
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। সংগৃহীত ছবি

রাজনীতি ও নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা যাদের আছে, তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “আমার প্রশ্ন হলো—যারা রাজনীতি বা নির্বাচন করবেন, তারা কেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন? তখন বলা হয়েছিল, যারা উপদেষ্টা হবেন, তারা রাজনীতি ও নির্বাচনে অংশ নিতে পারবেন না।”

তিনি আরও লিখেন, “এখন আবার নির্বাচনকালীন সরকারের কথা বলা হচ্ছে। এই সরকার কি অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হয়েছে? কেউ পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার জন্য শপথ নেননি। বরং তারা উপদেষ্টা হয়েছেন জাতিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব পালনের জন্য। তাই নির্বাচনের আগে কারও পদত্যাগের সুযোগ থাকা উচিত নয়।”

রাশেদ খান বলেন, “কেউ যদি দায়িত্বে অবহেলা করেন, তাহলে তাকে জবাবদিহির আওতায় এনে বহিষ্কার ও শাস্তির মুখোমুখি করা উচিত। পাশাপাশি, দায়িত্ব পালন না করলে তিনি যে সরকারি সুযোগ-সুবিধা নিয়েছেন, তার দ্বিগুণ জরিমানা আদায় করা উচিত।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাইযোদ্ধাদের হঠাৎ কী হলো, প্রশ্ন রনির
জুলাইযোদ্ধাদের হঠাৎ কী হলো, প্রশ্ন রনির
লাইভে কান্নার প্রশ্নই আসে না : মাসুদ কামাল
লাইভে কান্নার প্রশ্নই আসে না : মাসুদ কামাল
এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে: মাহবুব কামাল
এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে: মাহবুব কামাল