জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্র চলছে : মাহমুদুর রহমান


দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রকারীরা নানা রকম ফাঁদে ফেলতে কাজ করছে। তাই সতর্কতা অবলম্বন করতে তিনি জুলাই যোদ্ধাদের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন সংস্থা-ঢাকার উদ্যোগে ‘তারুণ্যের গণঅভ্যুত্থান : নতুন বাংলাদেশ বিনির্মাণে চ্যালেঞ্জ ও উত্তরণে যুব তরুণদের ভূমিকা’- শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, সেই ব্যর্থতার গ্লানি মুছতে তরুণরা এগিয়ে এসেছে। তরুণদের মধ্যে যেই সাহস ও দেশপ্রেম দেখা যাচ্ছে এই তরুণদের কোনো পরাশক্তি দমাতে পারবে না।
তিনি শহীদ আনাসের সাহসিকতা, দেশপ্রেম তুলে ধরে বলেন, শুধু তরুণেরাই নয়, আনাসের মতো কিশোরেরাও জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সারা পৃথিবীতে বাংলাদেশের জুলাই বিপ্লব বিশ্বের আইকন। বাংলাদেশের জুলাই বিপ্লব ছাত্রদের নেতৃত্বে দেশের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে। কেউ নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করলেও সেটি সঠিক নয়।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন সংস্থা-ঢাকার সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের পরিচালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ