ঢাবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি বহাল থাকবে: রাকিব


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত আহ্বায়ক কমিটি বহাল থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
রাকিব বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন গুপ্ত ছাত্ররাজনীতির বিরোধিতা করেছে এবং তা বন্ধে পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছে। ‘শনিবারের (১৬ আগস্ট) মধ্যেই গুপ্ত ছাত্ররাজনীতি নিষিদ্ধ হতে পারে,’ আশা প্রকাশ করেন তিনি।
শিবিরের সমালোচনা করে রাকিব বলেন, ‘ছাত্রলীগের মতো ছাত্রশিবিরও গুপ্ত রাজনীতির মাধ্যমে হলগুলো দখল করছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি।’
ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের বিচার নিশ্চিত করতে না পারায় ১৫০-এর বেশি ছাত্রলীগ কর্মী ডাকসুর ভোটার তালিকায় স্থান পেয়েছে। পাশাপাশি ঢাবি শাখার নতুন কমিটিতে থাকা নারী শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিংয়ের অগ্রগতি সম্পর্কেও জানতে চেয়েছেন তারা।
ছাত্রদল নেতারা আরও দাবি করেন, ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ১ ও ২’-এ ছাত্রদলকে নিয়ে প্রোপাগান্ডা চালানো হচ্ছে এবং এসব এখনো বন্ধ হয়নি।
ভিওডি বাংলা/ আরিফ