• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শনিবার যেসব সড়ক এড়িয়ে চলবেন, রয়েছে নির্দেশনাও বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জয়া আহসানের নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে চাঁদাবাজ ও দখলবাজ দেখতে চাই না: ফয়জুল করীম ফ্যাসিস্ট আ.লীগ ও তাদের দোসররা বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে নিরাপত্তা হুমকিতে থাকা সাক্ষীকে সুরক্ষা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু ছাত্র জনতা গণঅভ্যুত্থান স্মরণে দোয়া ও আলোচনা সভা বালুবাহী  ট্রলির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত, গাড়িতে অগ্নিসংযোগ ও বিক্ষোভ ‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা

খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক    ১৫ আগস্ট ২০২৫, ০৮:৫৫ এ.এম.
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার -ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। প্রতি বছরের মতো এবারও জন্মদিন উপলক্ষে কেক কাটা কিংবা কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন নেই। দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার নির্দেশেই গত কয়েক বছর ধরে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালনের কার্যক্রম সীমিত রাখা হয়েছে।

তবে জন্মদিন উপলক্ষে সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট)  বিএনপির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি মুক্তিযুদ্ধ, ৯০-এর গণতান্ত্রিক আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় দেশব্যাপী দোয়া মাহফিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। নেতাকর্মীদের কেক কাটা কিংবা অন্য কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করার জন্যও আহ্বান জানানো হয়।

এই দিনে খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যরা দেখা করবেন বলেও জানা গেছে।

খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তিনি ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর রাজনীতিতে সক্রিয় হন তিনি। নেতাকর্মীদের দাবির মুখে ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।

দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর ১৯৯১ সালে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর ২০০১ সালের নির্বাচনে জয়লাভ করে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। ওয়ান-ইলেভেন পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তাকে কারাবন্দি করা হয় এবং ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি বন্দি ছিলেন। সেসময় তিনি প্রথমবারের মতো জেলখানায় নিজের জন্মদিন পালন করেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তার সাজা হয়। পরে করোনা মহামারির প্রেক্ষাপটে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয় সরকার, যা ছয় মাস অন্তর অন্তর বাড়ানো হয়।

গত বছরের ৫ আগস্টের গণআন্দোলনের পরদিন রাষ্ট্রপতি খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে পূর্ণ মুক্তি দেন। এরপর ২০২৫ সালের ৮ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। চিকিৎসা শেষে ২৫ জানুয়ারি বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন এবং চার মাস চিকিৎসা শেষে মে মাসে দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’য় অবস্থান করছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারির নির্বাচন একতরফা হওয়ার সম্ভাবনা আছে : ফুয়াদ
ফেব্রুয়ারির নির্বাচন একতরফা হওয়ার সম্ভাবনা আছে : ফুয়াদ
খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
খালেদা জিয়াকে নির্যাতনকারীদের বিচার চাইলেন আব্বাস
খালেদা জিয়াকে নির্যাতনকারীদের বিচার চাইলেন আব্বাস