• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জনতার ওপর ইচ্ছা চাপাই না: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক    ১৬ আগস্ট ২০২৫, ১০:২৮ এ.এম.
প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস-ছবি সংগৃহীত

নিজের ইচ্ছা সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

শনিবার (১৬ আগস্ট) প্রকাশিত সেই সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, ‘আমি নই, এটি সাধারণ মানুষ যারা পরিবর্তন চায়। আমি শুধু তাদের ইচ্ছার সঙ্গে থাকি এবং সাহায্য করি। আমি নিজের কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দিই না। আমি তাদের ইচ্ছার প্রতিফলনের অপেক্ষা করি, তারপর সেটি বাস্তবায়নে সহায়তা করি।’

তিনি আরও বলেন, ‘আমি নিজেকে কোনো নেতা মনে করি না। আমি কেবল গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার একজন তত্ত্বাবধায়ক।’ তবে এ প্রক্রিয়ায় অনেক চ্যালেঞ্জ রয়েছে বলেও স্বীকার করেন তিনি।

ড. ইউনূস বলেন, ‘অনেক সমস্যা রয়েছে। কেউ কেউ এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়। বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনৈতিক উপাদানগুলো পুরো ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

তিনি জানান, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন ও ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার কারণে অনেক নাগরিক ১০-১৫ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তবে এবার তারা সেই অধিকার ফিরে পাবে।

“কল্পনা করুন, ১৮ বছর বয়সে একজন তরুণ প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছে। কিন্তু গত ১৫ বছরে এমন কোনো নির্বাচনই হয়নি, যেখানে সে অংশ নিতে পারত। এবার সেই সুযোগ এসেছে,” বলেন তিনি।

সূত্র: বার্নামা

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, স্বাক্ষরিত এলওআই
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, স্বাক্ষরিত এলওআই
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার
৬ রুটে ট্রেনভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর
৬ রুটে ট্রেনভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর