• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চরম দুর্নীতির কারণেই বন্ধ হয় চিনিকল-পাটকল : সাকি

দিনাজপুর প্রতিনিধি    ১৭ আগস্ট ২০২৫, ০৬:৪৮ পি.এম.
সেতাবগঞ্জ শ্রমিক ইউনিয়ন ক্লাবে আয়োজিত সমাবেশে জোনায়েদ সাকি। সংগৃহীত ছবি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার সেতাবগঞ্জ চিনিকল এস আলম গ্রুপকে দিতে চেয়েছিল। এস আলম দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে উল্লেখ করে তিনি বলেন, “মানুষকে বিভাজন, গুম-খুন, জবরদস্তি করে ক্ষমতায় থাকা—এসবের মূল লক্ষ্য ছিল লুটপাট আর বিদেশে অর্থ পাচার। এর ফলে ২৪৩ বিলিয়ন ডলার চুরি হয়ে গেছে।”

রবিবার (১৭ আগস্ট) দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ শ্রমিক ইউনিয়ন ক্লাবে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেতাবগঞ্জ ও শ্যামপুর চিনিকল চালুর বরাদ্দ অর্থ দ্রুত ছাড়, সংস্কারকাজ বাস্তবায়ন এবং বন্ধ চারটি চিনিকল পুনঃচালুর দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাকি আরও বলেন, “করোনার আগে চিনিকল ও পাটকল বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে শ্রমিকরা আন্দোলন করতে না পারেন। অথচ একসময় এসব প্রতিষ্ঠান লাভজনক ছিল। লোকসানের মূল কারণ চরম দুর্নীতি, যা আমলাতন্ত্রের ভেতরে প্রোথিত হয়ে আছে।”

সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের আহ্বায়ক বদরুদ্দোজা বাপনের সভাপতিত্বে ও সদস্যসচিব সোহাগ হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি নেতা সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, সফিকুল আলম, জামাল উদ্দীন, কৃষক সমিতির রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলতাফ হোসেন ও গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভুঁইয়া।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য হয়ে না ওঠে: তারেক রহমান
দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য হয়ে না ওঠে: তারেক রহমান
বিএনপি পরীক্ষিত গণতন্ত্রের দল- আবদুস সালাম
বিএনপি পরীক্ষিত গণতন্ত্রের দল- আবদুস সালাম
‘না’ভোটের প্রস্তাব বিএনপির নয় : নজরুল ইসলাম
‘না’ভোটের প্রস্তাব বিএনপির নয় : নজরুল ইসলাম