• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ভোট ডাকাত এবার জনগণ ভোট দেবে না : এটিএম মাছুম

নিজস্ব প্রতিবেদক    ২০ আগস্ট ২০২৫, ০৪:০৩ পি.এম.
সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, জনগণ এবার কোনো ভোট ডাকাত ও লুটেরারদের ভোট দেবে না। কোনো চক্রান্ত, ষড়যন্ত্রের কাছে মাথানত করা যাবে না।

বুধবার (২০ আগস্ট) সকালে আল হেরা কমপ্লেক্সে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এ কথা বলেন। 

এটিএম মাছুম বলেন,  নিরপেক্ষ নির্বাচন আদায়ে প্রয়োজনে আমরা আন্দোলনে যাবো। আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ করতে জুলাই ঘোষণা ও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। জামায়াতের ঘোষিত ৭দফা মেনে নিতে অন্তবর্তিকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাকশালের বুলেটিনখ্যাত সংবিধান দিয়ে দেশ চলতে পারে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন করতে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংস্কার আনতে হবে, একই সঙ্গে বিগত স্বৈরাচারের আমলে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বাদ দিয়ে দেশপ্রেমিক কর্মকর্তাদেরকে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিতে হবে। কাউকে আনুকূল্য, কাউকে পাশ কাটালে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারাবে বলেও উল্লেখ করেন তিনি। 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য,কুমিল্লা অঞ্চল টিম সদস্য  আব্দুস সাত্তার, কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক আব্দুল মতিন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মাওলানা মোবারক হোসেন আকন্দের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন  ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক জোনায়েদ হাসান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাতেন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. নকিবুল হুদা, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আমিনুল ইসলাম।

দায়িত্বশীল সম্মেলনে আসন কমিটির সদস্য, উপজেলা ও পৌরসভা কমিটির পুরুষ ও মহিলা সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফায়জুল করিম মনোয়ার, কাজী সিরাজুল ইসলাম, রাজিফুল হাসান বাপ্পী প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম