• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পিলখানায় বিজিবির মৎস্য সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক    ২১ আগস্ট ২০২৫, ০১:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বিজিবি সদর দপ্তর, পিলখানায় ‘বিজিবির মৎস্য সপ্তাহ-২০২৫’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী শহীদ ক্যাপ্টেন আশরাফ হল সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন।

মহাপরিচালক বলেন, ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের ঐতিহ্য ‘মাছে ভাতে বাঙালি’ সমুন্নত রাখতে হবে। দেশের আমিষের ৬০ শতাংশ আসে মাছ থেকে, যা পুষ্টিগুণে সমৃদ্ধ ও স্বাস্থ্যকর। মাছ চাষ শুধু আমিষের ঘাটতি পূরণ নয়, এটি আয় ও কর্মসংস্থানের উৎসও।’

তিনি বিজিবি’র প্রতিটি স্থাপনার পুকুর ও জলাশয় সংস্কার করে সেখানে দেশি মাছ চাষের আহ্বান জানান। এছাড়া সকল সদস্যকে দেশের উন্নয়নমূলক কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার অনুরোধ করেন। মহাপরিচালক সমাপ্তিতে সবাইকে মৎস্য সপ্তাহ-২০২৫ সফল করার মাধ্যমে মেধাসম্পন্ন ও জাতিনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণার আগে আজই পদত্যাগ করতে পারেন ২ উপদেষ্টা
তফসিল ঘোষণার আগে আজই পদত্যাগ করতে পারেন ২ উপদেষ্টা
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, স্বাক্ষরিত এলওআই
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, স্বাক্ষরিত এলওআই
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার