• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছাবেন আজ

নিজস্ব প্রতিবেদক    ২৩ আগস্ট ২০২৫, ০৯:৩৭ এ.এম.
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিন দিনের সফরে আজ শনিবার (২৩ আগস্ট ) ঢাকায় পৌঁছাবেন। দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। সেখানে তাঁকে স্বাগত জানাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম ও পূর্ব) ড. মো. নজরুল ইসলাম।

প্রথম দিনে তিনি ঢাকায় পাকিস্তান হাইকমিশনের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

আগামীকাল রোববার (২৪ আগস্ট ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইসহাক দার এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ সময় দুই দেশের মধ্যে ৬ থেকে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠক শেষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এক বিশেষ ভোজের আয়োজন করা হবে।

সফরকালে ইসহাক দার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সরকারের উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণার আগে আজই পদত্যাগ করতে পারেন ২ উপদেষ্টা
তফসিল ঘোষণার আগে আজই পদত্যাগ করতে পারেন ২ উপদেষ্টা
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, স্বাক্ষরিত এলওআই
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, স্বাক্ষরিত এলওআই
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার