• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কেরানীগঞ্জে এসি বিস্ফোরণে ৪ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক    ২৩ আগস্ট ২০২৫, ০৫:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ মডেল টাউনের একটি বহুতল ভবনের সপ্তম তলায় এসি বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। আক্রান্তরা হলেন- মোহাম্মদ মামুন (৪৫), তার স্ত্রী লাকি আক্তার (৩৮), ছেলে মিহাদ (১৬) ও সিয়াম (১২)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তাদের প্রাথমিকভাবে ইনহেলেশন বার্ন শনাক্ত করা হয়েছে। বর্তমানে চারজনই জরুরি বিভাগের পর্যবেক্ষণে রয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণার আগে আজই পদত্যাগ করতে পারেন ২ উপদেষ্টা
তফসিল ঘোষণার আগে আজই পদত্যাগ করতে পারেন ২ উপদেষ্টা
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, স্বাক্ষরিত এলওআই
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, স্বাক্ষরিত এলওআই
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার