• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অভ্যুত্থানে শহীদ সাজিদের বাবা জিয়াউল হক আর নেই

নিজস্ব প্রতিবেদক    ২৪ আগস্ট ২০২৫, ০১:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের বাবা জিয়াউল হক আর নেই। রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সকাল ১১টায় সিএমএইচ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইলে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে ছেলে সাজিদের কবরের পাশে তাকে দাফন করা হবে।

ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করছিলেন জিয়াউল হক। গত ৩ আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। পরে ১৩ আগস্ট তার অস্ত্রোপচার করা হয়। তারপর থেকে তিনি হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে সেখানেই তিনি মারা যান।

পেশাজীবনে জিয়াউল হক বাংলাদেশ বিমান বাহিনীতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পদে দায়িত্ব পালন করেছিলেন।

উল্লেখ্য, গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের এমবিএ শিক্ষার্থী ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ হারুন পাঠান প্রয়াত
তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ হারুন পাঠান প্রয়াত
মাদকমুক্ত নেতৃত্ব নিশ্চিতে প্রার্থীদের ডোপ টেস্টের দাবি
মাদকমুক্ত নেতৃত্ব নিশ্চিতে প্রার্থীদের ডোপ টেস্টের দাবি
ডাকসু নির্বাচনে জয়ী হলে গাঁজাখোর উচ্ছেদের প্রতিশ্রুতি প্রার্থীর
ডাকসু নির্বাচনে জয়ী হলে গাঁজাখোর উচ্ছেদের প্রতিশ্রুতি প্রার্থীর