• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আইনজীবী আলিফ হত্যা

চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

চট্টগ্রাম প্রতিনিধি    ২৫ আগস্ট ২০২৫, ০৩:৩৫ পি.এম.
নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন তদন্ত কর্মকর্তার দাখিল করা চার্জশিটের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিতে মামলার বাদী ও নিহত আলিফের বাবা জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী আদালতে জানান, তদন্ত কর্মকর্তা সম্পৃক্ততা না পাওয়ায় এজাহারনামীয় তিনজন ও সঠিক পরিচয় না পাওয়ায় আরও একজনকে অব্যাহতির সুপারিশ করেছিলেন। তবে কুখ্যাত আসামি সুকান্ত দত্তের সম্পৃক্ততার প্রমাণ তদন্তে পাওয়া গেছে বলে আদালতে উল্লেখ করা হয়। এ বিষয়ে বাদীপক্ষের আবেদনের পর তাকে চার্জশিটভুক্ত রাখা হয়।

আদালত সুকান্ত দত্তসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বর্তমানে চিন্ময় কৃষ্ণ দাসসহ ২০ জন আসামি কারাগারে রয়েছেন এবং ১৯ জন পলাতক।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৬ নভেম্বর জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন ৩১ জনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা দায়ের হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর
তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর
ফ্লাইট এক্সপার্টের দুই কর্মকর্তা রিমান্ডে
ফ্লাইট এক্সপার্টের দুই কর্মকর্তা রিমান্ডে
শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমার সময় বাড়ল
শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমার সময় বাড়ল