• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক    ২৬ আগস্ট ২০২৫, ০৯:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সমাজ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ন্যাশন্যাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (NEHRF) ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে “সবুজ বাঁচান ও সবুজে বাঁচুন” শীর্ষক আলোচনা সভা এবং “প্রকৃতি ও জীবন” শীর্ষক কবিতা পাঠ, আবৃত্তি, গান ও পুঁথিপাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে ৫.৩০ ঘটিকায় ৮৮২ রাজারবাগ (আল বারাকা হাসপাতালের পিছনে) নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয়।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিটির আহবায়ক অধ্যক্ষ রফিকা আফরোজ। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব কবি, বাচিক শিল্পী ও নারীনেত্রী ছালমা শারমিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক এডিশন্যাল বরেণ্য কবি ও গীতিকার বীর মুক্তিযোদ্ধা এটিএম ফারুক আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরেণ্য সাংবাদিক ও নারীনেত্রী মিসেস রেহেনা সালাম। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের এডিশন্যাল ডিরেক্টর ও জাতীয় নারী সাহিত্য পরিষদের সভাপতি, গীতিকার ও কবি হাসিনা মমতাজ হাসি।

মূল প্রসঙ্গ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নিরপেক্ষের সাহিত্য সম্পাদক, জাতীয় নারী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক ও কবি নাসরীন ইসলাম শেলী, বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় নারী সাহিত্য পরিষদের সহ সভাপতি নেক লায়লা পারভীন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শিমুল পারভীন, নারী নেত্রী ও বাচিক শিল্পী সুলতানা রাজিয়, বাচিক শিল্পী শাহিনা আফরোজ এবং অভিনেত্রী রাস্না হিমেল।

মুহাম্মদ আতা উল্লাহ খান বলেন, ন্যাশন্যাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন সবসময় নিজ অর্থায়নে মানবতার কাজ করে থাকে। সংগঠনের মূল নীতি হচ্ছে স্ব-ইচ্ছায়, স্ব-পরিকল্পনায়, স্ব-অর্থায়নে পরিচালিত হওয়া।

সভাপতি অধ্যক্ষ রফিকা আফরোজ বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। বৃক্ষের গুরুত্ব অপরিসীম। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক বনায়নের মাধ্যমে দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সকলকে সচেষ্ট হতে হবে।

সভায় সদস্যবৃন্দ দেশের বিস্তীর্ণ প্রাকৃতিক বনভূমি রক্ষা, অধিক বৃক্ষরোপণ এবং পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণের জন্য সচেতন থাকার আহ্বান জানান।

সংগঠন জানিয়েছে, ঢাকা বিভাগীয় কমিটির পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই গঠন করা হবে।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার কদমতলীতে বহুতল ভবনে ভয়াবহ আগুন
ঢাকার কদমতলীতে বহুতল ভবনে ভয়াবহ আগুন
হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
মেট্রোরেলে পূর্ণ নিয়ন্ত্রণ চায় ডিটিসিএ
মেট্রোরেলে পূর্ণ নিয়ন্ত্রণ চায় ডিটিসিএ