• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সীমানা পুনর্নির্ধারণে ৫ অঞ্চলের শুনানি আজ

ভিওডি বাংলা ডেস্ক    ২৭ আগস্ট ২০২৫, ০৯:৪৯ এ.এম.
ছবি: সংগৃহীত

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে দাবিনিষ্পত্তির শেষ দিন আজ (বুধবার)। এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের দাবি-আপত্তির শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে শুনানি শুরু হবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পঞ্চগড়-১ ও ২, রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২, ৫ ও ৬ এবং পাবনা-১ আসনের শুনানি অনুষ্ঠিত হবে। আর বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর-১ ও ৪, মাদারীপুর-২ ও ৩ এবং শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি হবে।

ইসি সূত্রে জানা গেছে, ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসন নিয়ে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে। এসব নিষ্পত্তিতে গত রোববার (২৩ আগস্ট) থেকে শুনানি শুরু হয়, যা শেষ হচ্ছে আজ।

শুনানি শেষে এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। পরবর্তীতে শুনানির পর্যালোচনা করে চূড়ান্ত সীমানা তালিকা প্রকাশ করবে কমিশন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ
বিমানের নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন
বিমানের নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন
জাতীয় স্বার্থে ধলেশ্বরী ও বুড়িগঙ্গা খাল পুনরুদ্ধার করতে হবে :  রিজওয়ানা হাসান
জাতীয় স্বার্থে ধলেশ্বরী ও বুড়িগঙ্গা খাল পুনরুদ্ধার করতে হবে : রিজওয়ানা হাসান