• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এবার ৫ কোটি টাকা চাঁদাবাজি মামলায় রিয়াদসহ ৪ জন রিমান্ডে

আদালত প্রতিবেদক    ২৭ আগস্ট ২০২৫, ০৮:০৬ পি.এম.
আদালতে চাঁদাবাজির মামলার আসামিরা। ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের কাছে ৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৭ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া চার আসামি হলেন—সংগঠনটির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে রিয়াদের আইনজীবী আক্তার হোসেন ভূঁইয়া ও ইব্রাহিমের পক্ষে আব্দুল্লাহ আল ফারুক জামিন আবেদন করেন। অপর দুইজনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত চার আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১ আগস্ট সাবেক এমপি আবুল কালাম আজাদের শ্যালক সাইফুল ইসলাম তেজগাঁও থানায় মামলাটি করেন। অভিযোগে বলা হয়, গত ২৬ জুন বিকেলে গুলশানে এমপির অফিসে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পরিচয়ে রিয়াদ ও সহযোগীরা ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে সেনাবাহিনী দিয়ে গ্রেপ্তার এবং মব তৈরি করে বেইজ্জত করার হুমকি দেওয়া হয়।

পরে তারা অফিসের ড্রয়ার থেকে ১১টি চেক নিয়ে জোর করে স্বাক্ষর করান। এরপর রিয়াদ ফোন করে নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা জমা দিতে চাপ দেন, না হলে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেন।

গত ৯ আগস্ট আসামিদের গ্রেপ্তার দেখানো হয়। পরে তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার ইন্সপেক্টর নাজমুল জান্নাত শাহ তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতেই বুধবার শুনানি শেষে আদালত প্রত্যেককে চার দিনের রিমান্ডে পাঠান।

ভিওডি/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদনের শুনানি আজ
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদনের শুনানি আজ
সাবেক যুবদল নেতা মামুন হাসান কারাগারে
সাবেক যুবদল নেতা মামুন হাসান কারাগারে
হাইকোর্টের ২৫ নবনিযুক্ত বিচারপতি শপথ গ্রহণ
হাইকোর্টের ২৫ নবনিযুক্ত বিচারপতি শপথ গ্রহণ