ডাকসু নির্বাচন
বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে রাতে ‘গায়েবি নোটিশ’ : সাদিক কায়েম


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে রাতের বেলা ‘গায়েবি নোটিশ’ জারি করার অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম।
বুধবার (২৭ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
সাদিক কায়েম বলেন, আমরা প্রতিটি সংবাদ সম্মেলন ভিন্ন ভিন্ন স্থানে করার চেষ্টা করেছি। রেজিস্ট্রার ভবন নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। তাই এখানে এসে সমস্যাগুলো তুলে ধরতে চেয়েছি। আমরা নির্বাচিত হলে এ জায়গার লাল ফিতার দৌরাত্ম্য কমানো হবে।
তিনি অভিযোগ করে বলেন, শুরু থেকেই তারা একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিয়ে আসছে। তাদের কথামতো রাত-বিরাতে নোটিশ জারি করছে। এতে নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, ডাকসুর কিছু নির্দিষ্ট নীতিমালা ছিল। কিন্তু এখন একটি দল যা করছে সেটাই নীতিমালা হিসেবে ধরা হচ্ছে। আমরা অনুমতি নিয়ে সবুজ সংকেত পাওয়ার পর পোস্টার লাগিয়েছি। হঠাৎ করেই এগুলো খুলে ফেলা হচ্ছে। এতে বোঝা যায় কোনো নিয়মকানুনের তোয়াক্কা করা হচ্ছে না।
তিনি আরও বলেন, এখন প্রশাসনের কাছে রাতের বেলা গায়েবি ওহি নাজিল হয়। আমরা আশঙ্কা করছি, ভোটের ফলাফলের সময়ও এমন গায়েবি ওহি নাজিল হতে পারে।
ভিওডি বাংলা/ আরিফ