• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রকৌশল শিক্ষার্থীদের কর্মসূচিতে বলপ্রয়োগে নিন্দা ববি হাজ্জাজের

নিজস্ব প্রতিবেদক    ২৮ আগস্ট ২০২৫, ০৭:১১ পি.এম.
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।ছবি: সংগৃহীত

প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি আদায়ে আয়োজিত কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। একই সঙ্গে আলোচনায় সমাধানযোগ্য বিষয়কে রাজপথে না টানার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা জানান।

ববি হাজ্জাজ বলেন, “দেশের সব শিক্ষার্থীই আমাদের সন্তান। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, আমরা তাদের গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। কোটা বৈষম্যের বিরুদ্ধে শুরু হওয়া জুলাই আন্দোলনের চেতনায় আমরা মেধা ও যোগ্যতাকেই মূল্যায়নের প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণ করি। তবে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শ্রম, সততা ও অভিজ্ঞতারও বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালনে আরও সংবেদনশীল হবে— আমরা নতুন বাংলাদেশে এই প্রত্যাশা রাখি। বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্মম আচরণের তীব্র নিন্দা জানাই। তবে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশকে ইতিবাচক হিসেবে দেখি।”

সরকার গঠিত কমিটিকে দ্রুত শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা নিয়ে সিদ্ধান্ত দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, “দেশের মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। কোটা কখনো মেধার পথে বাধা হতে পারে না। পাশাপাশি যেকোনো পর্যায়ের শিক্ষার্থীরা যাতে অবমূল্যায়নের শিকার না তা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব।”

ববি হাজ্জাজ আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে পরবর্তী সরকারের অংশ হতে পারলে আমরা শিক্ষাক্ষেত্রে সব বৈষম্য দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে দক্ষ মানুষের অভাব রয়েছে : আমির খসরু
দেশে দক্ষ মানুষের অভাব রয়েছে : আমির খসরু
নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে : সালাহউদ্দিন
নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে : সালাহউদ্দিন
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া