• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক    ২৯ আগস্ট ২০২৫, ০৯:০৫ এ.এম.
(বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া -ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি গুলশানের বাসার উদ্দেশে রওনা হয়ে রাত ১১টা ৪৩ মিনিটে বাসায় পৌঁছান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্যরা।

এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলশান থেকে হাসপাতালে যান তিনি। রাত ৮টার দিকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে পৌঁছান এবং মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন কমিশনের রোডম্যাপকে স্বাগত জানালেন জোনায়েদ সাকি
নির্বাচন কমিশনের রোডম্যাপকে স্বাগত জানালেন জোনায়েদ সাকি
দেশের সমস্যা সমাধানে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই : ফখরুল
দেশের সমস্যা সমাধানে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই : ফখরুল
দেশে দক্ষ মানুষের অভাব রয়েছে : আমির খসরু
দেশে দক্ষ মানুষের অভাব রয়েছে : আমির খসরু