• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই সনদের অধীনে নির্বাচনের দাবি এবি পার্টির

নিজস্ব প্রতিবেদক    ২৯ আগস্ট ২০২৫, ০২:৩৮ পি.এম.
প্রতীকী ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের অধীনে করার দাবি জানিয়েছে এবি পার্টি। দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, প্রয়োজনে নির্বাচনের তারিখ পিছিয়ে গেলেও তাদের কোনো আপত্তি নেই।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

ফুয়াদ বলেন, “দায়সারা নির্বাচন করার উদ্যোগ নিচ্ছে কমিশন। বর্তমান পরিস্থিতিতে কমিশন আদৌ সুষ্ঠু নির্বাচন করাতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। ইসি বা নির্বাচনী কর্মকর্তাদের ভালো কোনো অভিজ্ঞতা নেই। এসব ঠিক না করে নির্বাচন আয়োজন করলে তা ইতিহাসের সুষ্ঠু হলেও একতরফা নির্বাচন হয়ে যাবে।”

তিনি আরও বলেন, ভোটারের বয়সসীমা কমানোর বিষয়টি কমিশন এখনো আলোচনায় আনেনি। ভোটের দিন যাদের বয়স ১৭ বছর পূর্ণ হবে, তাদের ভোটাধিকার দেওয়ার দাবি জানান তিনি।

নির্বাচনী রোডম্যাপ প্রসঙ্গে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, “রাজনৈতিক দলগুলো কোন প্রক্রিয়ায় মনোনয়ন দেবে, রোডম্যাপে সে বিষয়ে কোনো নির্দেশনা নেই। প্রচারণায় খরচ অনেক বেড়ে যায়। সাধারণ পোস্টার নির্বাচন কমিশন থেকে করলে অর্থের অপচয় কমবে, একই সঙ্গে পরিবেশও রক্ষা পাবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত