• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পেশি শক্তি নির্ভর পুরোনো রাজনৈতিক ব্যবস্থা জনগণ প্রত্যাখ্যান করেছে

নিজস্ব প্রতিবেদক    ২৯ আগস্ট ২০২৫, ০৯:২২ পি.এম.
হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এ ডা. তাসনিম জারা। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, দেশের জনগণ পেশিশক্তিনির্ভর পুরোনো রাজনৈতিক ব্যবস্থা প্রত্যাখ্যান করেছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এ ‘রিফর্ম অ্যান্ড রিয়েলিটি: বাংলাদেশ চেঞ্জিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তাসনিম জারা বলেন, “শুধু রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তনের জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়নি। বরং দীর্ঘদিন ধরে চলা পুরো ফ্যাসিবাদী ব্যবস্থা বদলানোর জন্যই এই অভ্যুত্থান ঘটেছে।”

আলোচনার শুরুতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের লেকচারার ড. ডেভিড জ্যাকম্যান অভিযোগ করেন, বাংলাদেশের রাজনীতিতে অর্থ ও পেশিশক্তি প্রভাব বিস্তার করছে। তার মতে, “নির্বাচনি প্রচারণা থেকে শুরু করে প্রতিটি ধাপে অর্থের ব্যবহার হয়, যা চাঁদাবাজি ও ক্ষমতা প্রদর্শনের সংস্কৃতিকে বাড়িয়ে তুলেছে।”

এর জবাবে তাসনিম জারা বলেন, “বাংলাদেশের জনগণ যে অর্থ ও পেশিশক্তির রাজনীতি আর দেখতে চায় না, তা গণঅভ্যুত্থানই প্রমাণ করেছে।”

আলোচনায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ শাহান (সঞ্চালক) এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

দুই দিনব্যাপী এই কনফারেন্সের আয়োজন করে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা)।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কারণ নেই: ফখরুল
ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কারণ নেই: ফখরুল
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান