• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কসবায় যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ

কেন্দ্র দখল করে ক্ষমতা বসার স্বপ্ন যুব সমাজ রুখে দিবে : আতাউর

নিজস্ব প্রতিবেদক    ৩০ আগস্ট ২০২৫, ০৬:৪০ পি.এম.
প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার বলেছেন,একটি দল জনবিচ্ছিন্ন হয়ে ভোট কেন্দ্র দখল করে ক্ষমতা বসার স্বপ্ন দেখছে। এদেশের যুব সমাজ তাদের ষড়যন্ত্র রুখে দিবে ইনশাআল্লাহ।

শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টায় কসবা উপজেলা জামায়াতের যুব বিভাগ আয়োজিত ইউনিয়ন যুব প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

উপজেলা যুব বিভাগের সভাপতি সালাহ উদ্দিন আইউবীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বি-বাড়ীয়া জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি কাজী সিরাজুল ইসলাম,কসবা উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ,ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি নুরুল আমিন।

আতাউর রহমান সরকার বলেন, বহু রক্তে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব গ্যারান্টি একমাত্র ইসলাম। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে জামায়াত নিরলস পরিশ্রম করছে। জনাব আতাউর রহমান সরকার মেহারি ইউনিয়নের বিভিন্ন বাজারে দিনব্যাপী গণসংযোগ করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের