• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জামালপুর প্রতিনিধি    ১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ পি.এম.
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও জামালপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। সংগৃহীত ছবি

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও জামালপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে জামালপুরের একটি আদালত।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সরিষাবাড়ী আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার ডা. মুরাদ হাসান ও টকশোর উপস্থাপক মহি উদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে এ নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, প্রতিমন্ত্রী থাকাকালে এক টকশোতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন মুরাদ হাসান। এতে জিয়া পরিবারের ১০ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহসভাপতি ও সাবেক ছাত্রদল নেতা লায়ন মো. রুমেল সরকার বাদী হয়ে মানহানির মামলা দায়ের করেন। এর আগে গত ২৪ মে আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের সমন জারি করেছিল। তবে তারা হাজির না হওয়ায় এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।

মামলার বাদী রুমেল সরকার জানিয়েছেন, তিনি আশা করেন পুলিশ দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করবে।

উল্লেখ্য, ডা. মুরাদ হাসান ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ সালের নির্বাচনে আবারও সংসদ সদস্য হয়ে প্রথমে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও পরে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে এক চিত্রনায়িকার সঙ্গে অশ্লীল অডিও ফাঁসের ঘটনায় ২০২১ সালের ডিসেম্বরে তিনি মন্ত্রিসভা থেকে বাদ পড়েন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাসপোর্ট ফেরত পেলেন না মেঘনা আলম
পাসপোর্ট ফেরত পেলেন না মেঘনা আলম
৩০ আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
৩০ আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
সাবেক ডিসি সুলতানার জামিন চেম্বারেও বহাল
সাবেক ডিসি সুলতানার জামিন চেম্বারেও বহাল