• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন হবে, বিএনপি জয়ী হবে : শামসুজ্জামান দুদু

খুলনা প্রতিনিধি    ১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ পি.এম.
খুলনায় সমাবেশ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সংগৃহীত ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “আগামী ফেব্রুয়ারি নির্বাচনে কোনো শক্তি বাধা দিতে পারবে না। মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দেবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জয়ী হবে। দেশের মানুষ তারেক রহমানকে চায়। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশ খুলনা মহানগর ও জেলা কমিটির ছয় দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা জনদুর্ভোগের কারণে বাতিল করা হলেও কর্মসূচি শেষে নেতাকর্মীরা সমাবেশস্থল পরিষ্কার-পরিছন্ন করেন।

শামসুজ্জামান দুদু উল্লেখ করেন, “শেখ মুজিব মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে স্বাধীনতার পর ক্ষমতা দখল করেছিলেন। শহীদ জিয়া ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে সরাসরি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। শেখ মুজিব পাকিস্তানের কারাগারে ছিলেন।”

তিনি আরও বলেন, “বিএনপিকে শেখ হাসিনা নির্যাতন ও হয়রানি করেছে। প্রায় ১০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। মুজিব ৭২-৭৫ সালে ৪০ হাজার মানুষকে হত্যা করেছিলেন, বাকশাল গঠন করে গণতন্ত্রকে ধ্বংস করেছিলেন। শহীদ জিয়া ৭ নভেম্বর সিপাহী-জনতার লড়াইয়ের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসেন এবং বাংলাদেশকে আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেন।”

সমাবেশে মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও বিশেষ সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুও বক্তব্য দেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী