• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাগপা সভাপতির ওপর হামলায় জামায়াতের নিন্দা

নিজস্ব প্রতিবেদক    ২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ এ.এম.
প্রতীকী ছবি

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা একাংশের) সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, “বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানকে দুর্বৃত্তরা পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তার দ্রুত আরোগ্য কামনা করছি।”

তিনি আরও বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদ কার্যালয় থেকে বৈঠক শেষে বের হওয়ার সময় এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস