• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আহত শিক্ষার্থীদের খোঁজে চমেক হাসপাতালে ধর্মবিষয়ক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ পি.এম.
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন। চিকিৎসকদেরও সর্বোচ্চ সেবা দেওয়ার নির্দেশ দেন তিনি।

উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চার কেন্দ্র, এখানে সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত। দুষ্কৃতকারীদের নতুন কোনো চক্রান্তের সুযোগ দেওয়া হবে না। এ সময় হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যাসিবাদের ষড়যন্ত্র চলমান: উপদেষ্টা আদিলুর
ফ্যাসিবাদের ষড়যন্ত্র চলমান: উপদেষ্টা আদিলুর
চট্টগ্রাম জশনের জুলুসে লাখো জনতার ঢল
চট্টগ্রাম জশনের জুলুসে লাখো জনতার ঢল
তীব্র গরমে জনজীবনে অস্বস্তি, নেই বৃষ্টির সম্ভাবনা
তীব্র গরমে জনজীবনে অস্বস্তি, নেই বৃষ্টির সম্ভাবনা