• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিবিরের নারী বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ

ইবি প্রতিনিধি    ২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ডাকসু জিএস প্রার্থী এস এম ফরহাদ হোসেনের প্রার্থিতা বাতিল চেয়ে রিট আবেদনকারী ছাত্রীকে শিবির নেতার গণধর্ষণের হুমকি, রাবি ছাত্রদল নেত্রীদের হেনস্থা ও শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ, সাক্ষর-সহ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, ‘ছাত্র শিবির কর্তৃক নারী হেনস্তার শিকার ও নিপীড়নের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ঢাবি ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদের বিরুদ্ধে ছাত্রলীগ করার অভিযোগে রিট করেছিলেন এক বোন। সেই বোনের বিরুদ্ধে তাদের নেতারা গণধর্ষণের হুমকি দিয়েছে। ৭১-এ যারা গণধর্ষণ চালিয়েছে আমরা সেই দিনে আর ফিরে যেতে চাই না। ৫ আগস্ট পরবর্তী নিরাপদ ক্যাম্পাস চাই। তাদের ব্যাপারে ইন্টেরিম গভর্মেন্টকে বলতে চাই— এদেরকে দ্রুত গ্রেফতার করুন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ে কন্ট্রোল অফিসে শিক্ষার্থীদের ভোগান্তি দূর করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। 

বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, আমরা যখন ক্যাম্পাসে ছিলাম তখন প্রতিটি রুমে ছাত্রলীগ ছিল এবং তাদের ভিতরে গুপ্ত হিসেবে শিবিরও ছাত্রলীগ করতো। তখন শিবিরের কোন কমিটি ছিল না। ৫ তারিখের পর হাসিনা পালিয়ে গেলে কী এমন হলো যে ছাত্র শিবিরের এতো এতো কমিটি চলে আসলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীকে আপনারা ধর্ষণের হুমকি দেন। আপনাদের এসব কাজ দেখে আমাদের নিন্দা জানাতেও লজ্জা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ইবির আরও ৯ শিক্ষক বরখাস্ত
জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ইবির আরও ৯ শিক্ষক বরখাস্ত
ইবিতে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা
ইবিতে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা
বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে বিজয় র‌্যালি আজ
বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে বিজয় র‌্যালি আজ