• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত বেন্ট ক্রিস্টেনসেন

নিজস্ব প্রতিবেদক    ৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ এ.এম.
অভিজ্ঞ কূটনীতিক বেন্ট ক্রিস্টেনসেন-ছবি সংগৃহীত

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন অভিজ্ঞ কূটনীতিক বেন্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, ভার্জিনিয়ার বাসিন্দা এবং সিনিয়র ফরেন সার্ভিস কর্মকর্তা ক্রিস্টেনসেনকে এই পদে মনোনীত করা হয়েছে। মনোনয়নটি যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন সাপেক্ষ।

একই ঘোষণায় আরও কয়েকটি কূটনৈতিক নিয়োগের কথা জানানো হয়। এর মধ্যে বর্তমান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুসকে জাতিসংঘে এবং সের্গেই গোরকে ভারতে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ক্রিস্টেনসেন আগেও বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকার মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর ছিলেন। কর্মজীবনের শুরুতে তিনি স্টেট ডিপার্টমেন্টে পাকিস্তান ও বাংলাদেশ বিষয়ক কার্যালয়ে বাংলাদেশ কান্ট্রি অফিসার হিসেবেও কাজ করেন।

এছাড়া তার কূটনৈতিক অভিজ্ঞতার মধ্যে রয়েছে- স্টেট ডিপার্টমেন্টের আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র স্থানান্তর কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর (২০১৬-২০১৯), মার্কিন কংগ্রেসের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে এশিয়া-প্যাসিফিক বিষয়ক উপ-কমিটিতে পিয়ারসন ফেলো (২০১৫-২০১৬), উত্তর কোরিয়া নীতি বিষয়ক বিশেষ প্রতিনিধির সহকারী, ফিলিপাইন, এল সালভাদর, সৌদি আরব ও ভিয়েতনামে বিভিন্ন পদে দায়িত্ব পালন।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রদূত পিটার হাস গত গ্রীষ্মে দায়িত্ব শেষ করার পর থেকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের পদ শূন্য রয়েছে। বর্তমানে লিসা জ্যাকবসন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য: আলী রীয়াজ
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়