• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণধর্ষণের হুমকি দেওয়ায় ঢাবি শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার

ঢাবি প্রতিনিধি    ৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রার্থীকে রিট করার পর এক নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ ভাষা ও গণধর্ষণের হুমকি দেওয়ায় শিক্ষার্থী আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

ঢাবি জনসংযোগ দপ্তর বুধবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে। দণ্ডপ্রাপ্ত আলী হুসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে আবাসিক ছিলেন।

জানা যায়, ইসলামী ছাত্রশিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিলের জন্য হাইকোর্টে রিট করায় ‘অপরাজেয় ৭১, অদম্য-২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলমকে হুমকি দেন আলী হুসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ফাহমিদার ছবি পোস্ট করে লেখেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আন্দোলনের বদলে “একটি গণধর্ষণের পদযাত্রা” করা উচিত।

আলী হুসেনের ফেসবুক আইডি বর্তমানে ডিঅ্যাক্টিভেট করা আছে। তার সতীর্থরা জানান, আইডিটি আলী হুসেন নিজেই ব্যবহার করতেন।

অভিযোগ উঠেছে যে আলী হুসেন ইসলামী ছাত্রশিবিরের কর্মী। তবে শিবির সমর্থিত ঐক্যজোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বিষয়টি অস্বীকার করেছেন। প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদও তার শাস্তির দাবি জানিয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলমান সংকট নিরসনে আলোচনায় বসছে বাকৃবি প্রশাসন ও আন্দোলনকারীরা
চলমান সংকট নিরসনে আলোচনায় বসছে বাকৃবি প্রশাসন ও আন্দোলনকারীরা
বাকৃবিতে সাম্প্রতিক ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন
বাকৃবিতে সাম্প্রতিক ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন
শিবিরের নারী বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ
শিবিরের নারী বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ