• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘মহেশখালী-মাতারবাড়িকে উন্নত বন্দর হিসেবে গড়ে তুলতে চায় সরকার’

নিজস্ব প্রতিবেদক    ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৪ পি.এম.
নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, আগামী ৩০ বছরের মধ্যে মাতারবাড়ী-মহেশখালীকে সাংহাই-সিঙ্গাপুর বন্দরের মতো উন্নতমানের বন্দর হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এর ফলে এখান থেকে দেশজ উৎপাদনে (জিডিপি) দেড়শ বিলিয়ন ডলার অবদান রাখবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আশিক চৌধুরী বলেন, মাতারবাড়িকে কেন্দ্র করে ১৬ থেকে ১৮ বিলিয়ন ডলার রফতানি হবে। ২০৫৫ সালের মধ্যে ২৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে। এতে করে দেশের চেহারা পুরো বদলে যাবে।

তিনি বলেন, গ্যাস বা নিউক্লিয়ার পাওয়ার স্টেশন করার পরিকল্পনা রয়েছে, হবে শিল্প পার্ক। প্রথম ৫ বছরের মধ্যে ডিপসি চালু করা হবে, পরের ৫ বছরে রেল সংযোগ।

বিডা চেয়ারম্যান বলেন, ২০৪৩-৪৫ থেকে ২০৫৫ সালের মধ্যে কক্সবাজার ও মহেশখালিকে পুরো এলাকা পর্যটনকেন্দ্রিক করা হবে। অন্তর্বর্তী সরকারের আমলে ১২০ দিনের মধ্যে ভিশন ও মাস্টারপ্ল্যানের খসড়া তৈরি করে দেয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত রাজি না হলে কিছুই করার নেই  : পররাষ্ট্র উপদেষ্টা
শেখ হাসিনাকে ফেরানো ভারত রাজি না হলে কিছুই করার নেই : পররাষ্ট্র উপদেষ্টা
নরসিংদীর চরাঞ্চলে কম্বিং অপারেশন ঘোষণা
নরসিংদীর চরাঞ্চলে কম্বিং অপারেশন ঘোষণা
এনসিপির মনোনয়ন পেলেন জুলাই আন্দোলনের আহত খোকন বর্মন
এনসিপির মনোনয়ন পেলেন জুলাই আন্দোলনের আহত খোকন বর্মন