• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

রাজধানীর পল্টন মোড় অবরোধ প্রত্যাহার করেছেন রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক    ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ পি.এম.
ণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ। সংগৃহীত ছবি

রাজধানীর পল্টন মোড়ে গণঅধিকার পরিষদের তিন দফা দাবির বাস্তবায়ন চেয়ে শুরু করা অবরোধ বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় প্রত্যাহার করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। অবরোধ প্রত্যাহারের ফলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে তারা দাবি করেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ চৌদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ করা, সংগঠনের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ।

এর আগে বিকাল ৩টায় জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগে ‘ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক সংহতি সমাবেশ’ আয়োজনের কথা ঘোষণা করেন রাশেদ খান। তিনি জানান, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব দল এতে অংশ নেবে।

বিকাল ৫টায় বিজয়নগর দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিল পল্টন মোড়ে এসে অবস্থান নিলে তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান, যা এলাকায় তীব্র যানজট সৃষ্টি করে। জনদূর্ভোগের কথা বিবেচনা করে বিকেল ৬টায় অবরোধ প্রত্যাহার করা হয়।

রাশেদ খান বলেন, আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির কার্যক্রমও দ্রুত নিষিদ্ধ করতে হবে, কারণ তারা দেশের দল নয় বরং ভারতের দল। তিনি আরও জানান, ফ্যাসিস্ট দলের শরিক চৌদ্দ দলকেও নিষিদ্ধ করতে হবে, নাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

নুরের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠনের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আমাদের কার্যালয়ের দরজা ভেঙে হামলা করা হয়েছে। এ ধরনের ঘটনা আর ঘটতে দেওয়া হবে না।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও দফতর সম্পাদক শাকিল উজ-জামানসহ কেন্দ্রীয় নেতারা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম