• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডাকসু নির্বাচনে ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক    ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে দেওয়া তিনদিনের ছুটি কমিয়ে একদিন করা হয়েছে। ৮ ও ১০ তারিখের ছুটি প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।

বুধবার (৩ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কেবল নির্বাচনের দিন ৯ তারিখ ছুটি থাকবে।

এর আগে নির্বাচন উপলক্ষে ৭ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত ক্লাস ও পরীক্ষা ছুটি ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে প্রার্থীদের আপত্তির পরিপ্রেক্ষিতে ৭ তারিখের ছুটি বাতিল করে কমিশন।

এরপরও একাধিক প্রার্থী নির্বাচনের সময় নিয়ে আপত্তি জানায়। আজ ৮ এবং ১০ তারিখের ছুটিও বাতিল করল নির্বাচন কমিশন।

ছুটি বাতিল করলেও কেন্দ্র পুনর্বিন্যাসের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৫০০ বুথ থেকে ৭১০টি করা হয়েছে। নির্বাচনের দিন আমাদের শাটলগুলো চালু থাকবে। আশা করি কোনো সমস্যা হবে না।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলমান সংকট নিরসনে আলোচনায় বসছে বাকৃবি প্রশাসন ও আন্দোলনকারীরা
চলমান সংকট নিরসনে আলোচনায় বসছে বাকৃবি প্রশাসন ও আন্দোলনকারীরা
বাকৃবিতে সাম্প্রতিক ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন
বাকৃবিতে সাম্প্রতিক ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন
শিবিরের নারী বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ
শিবিরের নারী বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ