• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

শামা ওবায়েদ:

গত ১ মাসে দেশে ঘটে যাওয়া ঘটনা ষড়যন্ত্রের অংশ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি    ৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ এ.এম.
শামা ওবায়েদ-ছবি সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, গত এক মাসে দেশে সংঘটিত খুন, নুরুল হক নুরের ওপর হামলা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা কারণে বা সামান্য অজুহাতে সংঘর্ষ-সবই একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

তিনি অভিযোগ করে বলেন, “যারা বাংলাদেশকে গণতন্ত্রের পথে অগ্রসর হতে দিতে চায় না, শিক্ষা-স্বাস্থ্য-কর্মসংস্থানে উন্নতি চায় না এবং দেশকে পরনির্ভরশীল করে শোষণ করতে চায়-তারাই এসব ঘটনার পেছনে আছে।”

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

শামা ওবায়েদ বলেন, “যতবার দেশে গণতন্ত্র ব্যাহত হয়েছে, ভোটাধিকার হরণ হয়েছে ও মানুষের মত প্রকাশের অধিকার খর্ব হয়েছে—ততবার বিএনপি মাঠে নেমেছে। গত ১৭ বছরে আমাদের অসংখ্য নেতা-কর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন, শত শত জন কারাভোগ করেছেন। নগরকান্দা-সালথার মারুফকেও আমরা হারিয়েছি। এসব মামলার বিচার আজও শেষ হয়নি।”

তিনি আরও বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালাতে বাধ্য হন। তবে আওয়ামী লীগের যারা দুর্নীতি করেছে, খুন করেছে কিংবা গুলির নির্দেশ দিয়েছে-তারা এখনো আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি হাবিবুর রহমান। সঞ্চালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহ-সভাপতি সৈয়দ শাহিনুজ্জামান, আলিমুজ্জামান, আশরাফ আলী মুন্সী, মাহবুব আলী মিয়া, আলমগীর হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম