• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পি.এম.
ভিপি প্রার্থী সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট বানচালের ষড়যন্ত্র করলে পরিণতি শেখ হাসিনার থেকেও খারাপ হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচনী প্রচারণায় এসে এই হুঁশিয়ারি দেন তিনি।

সাদিক কায়েম বলেন, ভোট বানচালের ষড়যন্ত্র চলছে। সব প্রার্থী দায়িত্বশীল আচরণ করলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। ষড়যন্ত্র করতে চাইলে তাদের পরিণতি শেখ হাসিনার থেকেও খারাপ হবে।
 
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অপেশাদারি আচরণ করছে। অভিযোগের ব্যবস্থা নিচ্ছে না। ডাকসু নির্বাচনের কিছু প্রার্থী বহিরাগতদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন বলেও অভিযোগ সাদিক কায়েমের।
 
তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। তাই এখন শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ক্যাম্পাসে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের কাছে ভোট চাইছেন তারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলমান সংকট নিরসনে আলোচনায় বসছে বাকৃবি প্রশাসন ও আন্দোলনকারীরা
চলমান সংকট নিরসনে আলোচনায় বসছে বাকৃবি প্রশাসন ও আন্দোলনকারীরা
বাকৃবিতে সাম্প্রতিক ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন
বাকৃবিতে সাম্প্রতিক ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন
শিবিরের নারী বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ
শিবিরের নারী বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ