• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডাকসু ও হল সংসদ নির্বাচনে সাইবার অপরাধ ছাড় নয়: রিটার্নিং অফিস

নিজস্ব প্রতিবেদক    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কোনো ধরনের সাইবার অপরাধ সহ্য করা হবে না বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার অফিস। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তারা জানিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়টি রিটার্নিং অফিস থেকে জানানো হয়।

রিটার্নিং অফিস জানিয়েছে, নির্বাচনের সময় প্রার্থীদের প্রচারণার সঙ্গে জড়িয়ে কিছু ক্ষেত্রে অতীতের কর্মকাণ্ড নিয়ে সাইবার বুলিং ও ব্যক্তিগত চরিত্রহননের চেষ্টা দেখা দিয়েছে। বিশেষত ছাত্রী প্রার্থীদের বিরুদ্ধে বিভিন্নভাবে সাইবার বুলিংয়ের ঘটনা ঘটছে, যা মানবাধিকার পরিপন্থি।

কোনো প্রার্থী এই ধরনের অভিযোগে প্রমাণিত হলে ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স এবং সাইবার নিয়ন্ত্রণ সেলের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপও নেওয়া হবে।

রিটার্নিং কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনে সাইবার বুলিং বা অপপ্রচারের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলমান সংকট নিরসনে আলোচনায় বসছে বাকৃবি প্রশাসন ও আন্দোলনকারীরা
চলমান সংকট নিরসনে আলোচনায় বসছে বাকৃবি প্রশাসন ও আন্দোলনকারীরা
বাকৃবিতে সাম্প্রতিক ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন
বাকৃবিতে সাম্প্রতিক ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন
শিবিরের নারী বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ
শিবিরের নারী বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ