• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বৈষম্যহীন জনকল্যাণ রাষ্ট্র গড়তে লেবার পার্টি দৃঢ়প্রতিজ্ঞ : ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ পি.এম.
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা ফ্যাসিবাদকে পরাজিত করে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র গড়তে দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, দুঃশাসন ও লুটপাটের রাজনীতির অবসান ঘটাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক সুযোগ। এই নির্বাচনে আনারস মার্কায় ভোট দেওয়া মানেই গণতন্ত্র ও মানুষের অধিকারের বিজয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-৬ আসনে বাংলাদেশ লেবার পার্টির মনোনীত প্রার্থী জনাব রাকেশ রহমান এর সমর্থনে সূত্রাপুর-গেন্ডারিয়া থানা লেবার পার্টির উদ্যোগে লোহারপুলে ফ্যামেলি চাইনিজে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ডাঃ ইরান বলেন, লেবার পার্টি সমাজের নির্যাতিত নিপীড়িত শ্রমজীবী মেহনতিসহ সর্বস্তরের গণমানুষের দল। আমরা তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করতে কাজ করছি। দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, অর্থ পাচার ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করেই কেবল এই অপশক্তির অবসান ঘটানো সম্ভব।

সভায় মনোনীত প্রার্থী জনাব রাকেশ রহমান তার বক্তব্যে বলেন, আমি পুরান ঢাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। এই এলাকার মানুষের দুঃখ-দুর্দশা আমি খুব কাছ থেকে দেখেছি। নির্বাচিত হলে সূত্রাপুর-গেন্ডারিয়াকে দুর্নীতি, লুটপাট, দখলবাজি ও চাঁদাবাজিমুক্ত একটি মডেল আসন হিসেবে গড়ে তুলব। পুরাতন জরাজীর্ণ রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য সেবার সম্প্রসারণ, কর্মসংস্থান বৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণে কাজ করব। আমি পুরান ঢাকার সন্তান, জনগণের পাশে ছিলাম এবং থাকব। আমাকে বিএনপি জোটের প্রার্থী করলে জাতীয়তাবাদী শক্তির বিজয় নিশ্চিত করতে এলাকাবাসীকে নিয়ে নিরলস ভাবে কাজ করবো। ইনশাআল্লাহ পুরান ঢাকার ঐতিহ্য ও মর্যাদা ফিরিয়ে আনব।

বিশেষ অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও পুরান ঢাকার কৃতি সন্তান এডভোকেট জোহরা খাতুন জুঁই বলেন, পুরান ঢাকার মানুষ ঐতিহ্যপ্রেমী, ন্যায়প্রেমী ও সাহসী। আজ আমাদের সামনে একটি সুযোগ এসেছে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটমুক্ত একটি সমাজ গড়ার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপি সমর্থন করলে লেবার পার্টির আনারস মার্কার প্রার্থী জনাব রাকেশ রহমান জনগণের পাশে থেকে পুরান ঢাকার ঐতিহ্য রক্ষা করবেন এবং ন্যায়ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করবেন। আমি সকলকে আহ্বান জানাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং আনারস মার্কাকে বিজয়ী করি।

ইলিয়াস খান খোকনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুন, কোতোয়ালি থানা সভাপতি মোঃ আনিস মোল্লা, গেন্ডারিয়া থানা সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন, লেবার পার্টির মহানগর নেতা সাহাজুল ইসলাম স্বপন, রাজিয়া সুলতানা রোজি, সুত্রপুর থানার আজাদুর রহমান, পিজুস কান্তি হালদার ও মহানগর ছাত্রমিশনের আহবায়ক রায়হান উদ্দিন সনি প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, পুরান ঢাকার মানুষের প্রতিনিধি হিসেবে জনাব রাকেশ রহমানই যোগ্য প্রার্থী। তাঁকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন ইস্যুতে ষড়যন্ত্র করে লাভ হবে না- ফারুক
নির্বাচন ইস্যুতে ষড়যন্ত্র করে লাভ হবে না- ফারুক
ব্রাহ্মণবাড়িয়ার নাবিলের পাশে তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ার নাবিলের পাশে তারেক রহমান
নির্বাচন বানচাল ষড়যন্ত্রের উদ্যোক্তা আওয়ামী লীগ
নির্বাচন বানচাল ষড়যন্ত্রের উদ্যোক্তা আওয়ামী লীগ