• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের ফেসবুক আইডিতে সাইবার হামলা

ক্যাম্পাস প্রতিনিধি    ৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী তানভীর বারী হামিম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদের ফেসবুক আইডিতে আক্রমণ হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের ফেসবুক আইডি পাওয়া যাচ্ছে না।

বিষয়টি নিশ্চিত করে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ‘আমাদের ফেসবুক আইডিতে সাইবার আক্রমণ হয়েছে।’

আবিদ বলেন, ‘ছাত্রদলের প্রার্থীদের আইডি পূর্বপরিকল্পনা অনুযায়ী সাইবার এটাক করা হচ্ছে। শিক্ষার্থী এবং বাংলাদেশের বিষয়ে ছাত্রদল কখনো আপোস করেনি।’

জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন, ‘এতদিন যারা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) ছায়ায় থেকে রাজনীতি করেছে, তারাই সাইবার এটাক করেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যাম্পাসে তালা দিলে প্রশাসনের তালা খোলার ক্ষমতা থাকবে না: শিবির সেক্রেটারি
ক্যাম্পাসে তালা দিলে প্রশাসনের তালা খোলার ক্ষমতা থাকবে না: শিবির সেক্রেটারি
ভোটের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথে নিষেধাজ্ঞা
ভোটের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথে নিষেধাজ্ঞা
সাইবার বুলিংয়ের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে : আবিদুল
সাইবার বুলিংয়ের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে : আবিদুল