• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অনাবাসিক শিক্ষার্থীরাই নির্ধারণ করবে নির্বাচনের ফল: হামিম

ঢাবি প্রতিনিধি    ৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ এ.এম.
শেখ তানভীর বারী হামিম-ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনাবাসিক শিক্ষার্থীদের ভূমিকা নিয়েই ভিন্নমাত্রার আলোচনা চলছে। ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম মনে করেন, অনাবাসিক শিক্ষার্থীরাই ভোটের চূড়ান্ত পরিস্থিতি বদলে দিতে সক্ষম হবেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোট প্রদান শেষে হামিম বলেন, “অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতিই বদলে দেবে ভোটের পরিস্থিতি। তাই সবাই আসুন এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।”

তিনি আরও জানান, গত ১৭ বছরে প্রায় সাড়ে চার কোটি নতুন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। এর বড় অংশই তরুণ প্রজন্ম, যাদের অনেকেই এখন শিক্ষার্থী। তাই আজকের ভোট সবার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে হামিম বলেন, ভোটকেন্দ্রে কেউ বাধ্য হয়ে বের হননি। একজন ভোটারের ভোট দিতে গড়ে ১০ থেকে ১২ মিনিট সময় লেগেছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে গিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, “দীর্ঘ সময় পর ডাকসু নির্বাচন নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন করেছে। শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “আপনারা বিবেক খাটিয়ে যথাযথ নেতৃত্ব বেছে নিন। ভোটাধিকার প্রয়োগ না করে কেউ যেন বাসায় বসে না থাকেন।”

নির্বাচনে অনাবাসিক ও হোস্টেল শিক্ষার্থীদের উপস্থিতি এবং দায়িত্বশীল অংশগ্রহণই ভোটের ফলাফলে নির্ধারক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাদিক কায়েম-ফরহাদের ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া
সাদিক কায়েম-ফরহাদের ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া
শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উমামা ফাতেমার
শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উমামা ফাতেমার
আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা
আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা