আগে টিক দেওয়া ব্যালট নিয়ে হাদী ‘কাঁচা নাটক হয়ে গেল না’?


ডাকসু নির্বাচনে পূর্বে টিক দেওয়া ব্যালট শিক্ষার্থীর হাতে দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সমালোচনা করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী বলেছেন, “আগে টিক দেওয়া ব্যালট বাক্সে না ফেলে শিক্ষার্থীর হাতে কেন দেবে? ধরা খাওয়ার জন্য? খুব কাঁচা নাটক হয়ে গেল না?”
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এর আগে উমামা ফাতেমার প্যানেলের প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা অভিযোগ করেন, টিএসসি কেন্দ্রে তার পরিচিত এক ভোটার বুথে গিয়ে দেখেন ব্যালট পেপারে আগেই সাদিক কায়েম ও এস এম ফরহাদের পক্ষে ক্রস দেওয়া রয়েছে। এ সময় সকাল সাড়ে ১০টার দিকে ভোটগ্রহণ চলছিল।
এ অভিযোগের বিষয়ে কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা বলেন, “ব্যালট পেপার নিয়ে বুথে ঢোকার পর এমন অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। তবুও আমরা তাকে নতুন ব্যালট দিয়েছি।” তিনি আরও জানান, ইতোমধ্যে ৬০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। নির্বাচনের পরিবেশ প্রশ্নবিদ্ধ করতেই হয়তো এমন অভিযোগ আনা হচ্ছে, অথবা শিক্ষার্থী নিজেই ভুল করেছেন।
রোকেয়া হলের রিটার্নিং কর্মকর্তা রুমানা পারভীন এনি বলেন, অভিযোগকারী আমার কাছ থেকে ব্যালট নিয়ে বুথে প্রবেশ করেন এবং কিছুক্ষণ পর অভিযোগ করেন। আমরা তৎক্ষণাৎ সব ব্যালট যাচাই করেছি, কোনো অসঙ্গতি পাইনি। তবুও অভিযোগকারীকে নতুন ব্যালট দেওয়া হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি একপর্যায়ে কেন্দ্রে ঢুকে পড়েন। পরে রিটার্নিং কর্মকর্তারা তাকে সিসিটিভি ফুটেজ যাচাই করার আশ্বাস দেন।
ভিওডি বাংলা/ আরিফ