ছাত্রনেতা তো দূরের কথা, ছাত্র হওয়ার যোগ্যতাই নেই : সারজিস


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের ঘটনায় ধিক্কার জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনাটির ভিডিও শেয়ার করে তিনি প্রতিবাদ জানান।
পোস্টে সারজিস আলম লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের সঙ্গে আজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস যে আচরণ করেছে, তা নিছক বেয়াদবি। একজন শিক্ষককে কীভাবে সম্বোধন করতে হয়, তা না জানলে তার ছাত্রনেতা হওয়া তো দূরের কথা, ছাত্র হওয়ারও ন্যূনতম যোগ্যতা নেই।”
তিনি আরও উল্লেখ করেন, “যৌক্তিক আপত্তি থাকলে নিয়ম মেনে সমাধান করতে হবে। কিন্তু যে মিডিয়ার সামনে, সারা দেশের সামনে একজন শিক্ষককে ধমকাতে পারে, তুই-তুকারির স্বরে টেবিল চাপড়াতে পারে—তার মতো ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার বিষয়। ধিক্কার জানাই।”
সারজিস আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের চারপাশে জামায়াত-শিবিরের অবস্থানকে তিনি উসকানিমূলক মনে করেন। একইসঙ্গে বিএনপি-ছাত্রদলের এমন কর্মকাণ্ডও অনভিপ্রেত বলে মন্তব্য করেন তিনি।
ভিওডি বাংলা/ আরিফ